তহমিদার রহমান মিলন,
(নীলফামারী) প্রতিনিধিঃ
বান্দার সঙ্গে মহান আল্লাহর ভালোবাসা অনন্য নিদর্শন কুরবানি। আবার এ কুরবানি ধনী-গরিবের মাঝে সেতু বন্ধনের অন্যতম মাধ্যম। আল্লাহর সন্তুষ্টি লাভের যে পশু কুরবানি করা হয়, তা থেকে কিছু অংশ সমাজের গরিব-দুঃখীর মাঝে বিতরণ করা হয়। ঈদের দ্বিতীয় দিন নীলফামারীর জলঢাকায় আসমানী ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার অর্ধশত অসহায় দুস্ত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল এবং কোরবানির গোস্ত বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ ফাউন্ডেশনটি সভাপতি আমিনুর রহমান মাষ্টারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী মিন্টু।
বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল গফ্ফার। বাংলাদেশ পপুলেশন ক্রাইসিস কমিটির ও ঢাকা গেণ্ডারিয়া দি মেসেজ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন ও আসমানি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শিরিন আক্তার আশা প্রমুখ।
মোঃ তহমিদার রহমান মিলন
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
তাং ১৯/০৬/২০২৪