খায়রুল ইসলাম,জবি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, ফ্যাসিস্ট সরকার পরিচালিত সময়ে ছাত্রলীগ ক্যাম্পাসে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, যা বিচার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে যারা ছাত্রলীগের সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে, তাদের বিরুদ্ধেও নিরপেক্ষ তদন্ত পরিচালনার দাবি জানানো হয়।
এতে আরও উল্লেখ করা হয় যে, বিগত জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় ছাত্রলীগ ও তাদের দোসররা সাধারণ শিক্ষার্থীদের ওপর ভয়াবহ সহিংসতা চালিয়েছে, যাতে বহু শিক্ষার্থী আহত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হত্যার বিচারসহ গত ১৭ বছরে ছাত্রলীগের হাতে নির্যাতিত সকল শিক্ষার্থীর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”
ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমরা গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে আন্দোলন করেছি। কিন্তু ছাত্রলীগ আমাদের দমন করতে ক্যাম্পাসে বিভিন্ন নির্যাতন চালিয়েছে। সাধারণ শিক্ষার্থীরাও তাদের হামলার শিকার হয়েছে। আমরা চাই, প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করবে।”
স্মারকলিপি প্রদানকালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ১নং যুগ্ম-আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার হোসেন, মাহামুদুল হাসান খান, কাজী রফিকুল ইসলাম, নাহিয়ান অনিক, জাহিদুল ইসলাম, মেহেদী হাসান রুদ্র, মোজাম্মেল ডেনি, হাসিবুর হাসিবসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।