(মোঃ নুর হোসেন রিপন)
রামগঞ্জ প্রতিনিধি
প্রাকৃতিক দূর্যোগে টানা কয়েকদিনের বৃষ্টির কারণে এবং বন্যায় প্লাবিত হয়ে লক্ষ্মীপুরে রামগঞ্জের শিবপুর নয়ন পুর ইছাপুর শ্রীরামপুর নবীগজ কাঞ্চনপুর দরবেশপুর লামচর করপাডা ভোলা কোট রামগনজ পৌর এলাকা সহ পুরা ইউনিয়নে ও চৌধুরী বাজারের মেইন সড়কে গাছ পড়ে এবং বন্যায় প্লাবিত হয়ে রাস্তা বেঙ্গে পড়ে, এতে হতাহত হয় জনজীবন। এটি খুলিফা দরজা থেকে চৌধুরী বাজার ও ইউনিয়ন পরিষদে যাওয়ার মেইন সড়ক ৩ নং ওয়ার্ড পাটওয়ারী বাড়ির ও মহরম ব্যাপারী বাড়ির সামনের রাস্তা। রাস্তা ভাঙার কারণে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারেনা। এমনকি কোন রিকশা চলাচল করতে পারেনা। এমনি অবস্থায় হুমকির মুখে ১ নং কাঞ্চনপুর ইউনিয়ন ও চৌধুরী বাজারবাসী। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ণন করে খুব দ্রুত যদি রাস্তার কাজ সংস্কার করা না হয়, তাতে জনজীবন ব্যাহত হয়ে পড়বে, তাই সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য জনগণে বার্তা।