মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ছাত্রলীগ সরকারি এম এম সিটি কলেজ ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে জাতীয় শোক দিবস স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে শেখ সালাহউদ্দিন জুয়েলসহ সকল নৌকার প্রার্থীদের বিজয়ী করতে শনিবার ছাত্র নেতাদের করণীয় কি? বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়।
কলেজের সাবেক জি এস এড. তারেক মাহমুদ তারার সভাপতিত্বে ও সাবেক ভিপি মোঃ ফয়েজুল ইসলাম টিটোর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজে ছাত্রসংসদের সাবেক এ জি এস ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন সাবেক জি এস মোঃ মরতুজা শেখ ও হাফেজ মোঃ শামিম।
সভায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম পিন্টু, কে এম তরু, মোক্তার হোসেন, আব্দুল কাদের শেখ, নুরে আলম সিদ্দিকী লিটন, এড. আল-আমিন উকিল, এড. শামীম আহমেদ পলাশ, আলিপ দাস, শ্যামল দত্ত, মিয়া মোহাম্মদ সালাউদ্দিন সুকর্ন, মুশফিকুর রহমান সাগর, তৌফিকুর রহমান পিন্টু, নূর হাসান জনি, সুমন দাস, মাহাবুবুল আলম ববি, ইভা সুলতানা, দেব দুলাল বড়ই বাপ্পি, শেখ রাসেল, বিএম মহিম, মঞ্জুর মোর্শেদ চৌধুরী রাহাত, মোহাম্মদ রিপন কবির, বিধান রায়, ইমরান হোসেন বিশু, অমি অধিকারী, তাজমুল হক, তৌহিদা পারভিন রুমু, মোহাম্মদ আরাফাত হোসেন, অনিন্দ্য সাহা, মোহাম্মদ মনির, সুমন আহমেদ, মেহেদী হাসান, ইমতিয়াজ আহমেদ শুভ, জিলান ফারুক, লিয়ন খালি, মোঃ তমাল, শেখ ফয়সাল আহমেদ, কে এম শাহীন, শেখ সাদী, রাশেদ আহমেদ, মোঃ ইমরান হোসেন, রণবীর বড়ই সজল, এইচ এম ইসমাইল হোসেন, বদিউজ্জামান খান মনা, তৌফিকুর রহমান তপু, কাজী তোফায়েল আহমেদ অভি, রাশেদ হাসান পিনো, এম এ হোসেন সবুজ, শেখ সোহেল, সাব্বির আহমেদ, সালমান শিবা, আব্দুল কাদের সৈকত, দিবাকর সাহা, মোহাম্মদ আব্দুলাহ শিপন, মোহাম্মদ সৈকত ইসলাম, সৈয়দ সালমান জামান, জয় বিশ্বাস প্রমুখ।