কাউছার মাহমুদ দিদার।।
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা কালাপানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৭ জুলাই ২০২৩ ইং অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মনোনয়ন যাচাই বাচাই শেষে ২৬ জুন ২০২৩ ইং সকাল ১০ ঘটিকায় সন্দ্বীপ উপজেলা নির্বাচন কমিশন অফিস কর্তৃক প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে । এতে উৎসব মুখর পরিবেশে প্রার্থী ও তাদের কর্মিদের উৎফুল্লতা পরিলক্ষিত হয়। নির্বাচনে রিটানিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কমিশন অফিসার দেবাশীষ দাশের কাছে জানতে চাইলে তিনি বলেন নির্বাচন সুস্হ করার জন্য যা যা করা দরকার তা করবেন। যে সকল প্রার্থী তাদের যে প্রতীক চেয়েছেন তারা সেটা পেয়েছেন। নির্বাচন ব্যালেট মাধ্যমে হবে।এবং কোন ধরনের মিটিং মিছিল করা যাবেনা যেন আচরণ বিধি লঙ্ঘিত না হয়। নির্বাচনী স্টাইকিং ফোর্সের বিষয়ে আইনশৃঙ্খলা মিটিং শেষে আপনাদের জানিয়ে দেয়া হবে। এদিকে প্রতীক বরাদ্দ পেয়েছেন যারা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় প্রার্থী আলীমুর রাজী টিটু – নৌকা , আবদুল কাদের স্বতন্ত্র – টেলিফোন, এসএম দিদারুল আলম স্বতন্ত্র – অটোরিকশা,মোহাম্মদ সেলিম স্বতন্ত্র – টেবিল ফ্যান,মোঃ শওকত হোসেন স্বতন্ত্র – আনারস,মোঃ সাহাব উদ্দিন শামীম স্বতন্ত্র – মোটর সাইকেল।
সংরক্ষিত আসন ০১- জান্নাতুল বাকিয়া প্রতীক- বক, রুমানা বেগম – মাইক। সংরক্ষিত আসন ০২ – খুরশেদা বেগম প্রতীক সূর্যমুখী ফুল, খেলনা বেগম – মাইক, সাহেনা বেগম -বই। সংরক্ষিত আসন ০৩- ফারাজানা খানম প্রতীক -বক, রোকেয়া বেগম – মাইক।এবং সাধারণ আসনে পুরুষ প্রার্থী রয়েছেন ১- নং ওয়ার্ডে আমিন রসুল প্রতীক -মোরগ, আলী হোসেন -বৈদ্যুতিক পাখা, মিজানুর রহমান- ফুটবল, কামাল উদ্দিন আপেল। ওয়ার্ড নং ২- মোঃ জাহেদ হাসান প্রতীক – আপেল, পারভেজ উদ্দিন – ফুটবল, বেলাল উদ্দিন – টিউবওয়েল, মোঃ রাশেদ- মোরগ, সানাউল্লাহ – তালা, ওয়ার্ড নং ০৩ – কারিবুল মাওলা প্রতীক – তালা, নিতাই চন্দ্র সূত্রধর- ফুটবল, আলাউদ্দিন রাজধন – মোরগ, নাছির উদ্দীন – আপেল, শরিফুল ইসলাম – টিউবওয়েল। ওয়ার্ড নং ০৪ – মোঃ বাবলু প্রতীক- ফুটবল, মুনসুর আলম – মোরগ, মোঃ সেলিম- টিউবওয়েল, ওয়ার্ড নং ০৫ – মোঃ জাকারিয়া – মোরগ, শরিফ উল্যাহ জিহাদী- ফুটবল। ওয়ার্ড নং ০৬ – ওমর ফারুক প্রতীক -মোরগ, মোশাররফ হোসেন ভুঁইয়া – তালা, মোশারফের হোসেন ফুটবল।
ওয়ার্ড নং ০৭ – আবু বক্কর ছিদ্দিক প্রতীক- মোরগ, নাছির উদ্দীন – ফুটবর, মোঃ সেলিম – তালা, শেখ ফরিদ – টিউবওয়েল। ওয়ার্ড নং ০৮ – মোঃ বাহার প্রতীক- ফুটবল, শারমিন চৌধুরী – তালা। ওয়ার্ড নং ০৯- মোঃ বাহার উদ্দিন প্রতীক- আপেল, মজিবুর রহমান – ফুটবল, রুহুল আমিন – তালা।