জাহাঙ্গীর হোসেন, শেরপুর :
শেরপুরের নকলায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনা’র মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
১৬ জুলাই রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স ভবন চত্বরে ওই মানববন্ধন হয়।
মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, আবাসিক চিকিৎসক ডা: মাহমুদুল হাসান, গাইনি কনসালটেন্ট ডা. উম্মে রাকিবা জাহান মিতু, ডা. ওয়ালী উল্লাহসহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী অংশ গ্রহন করেন।
মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন মৃত্যু কারো কাম্য নয়। কিন্তু অনেক সময় জটিলতা এড়ানো যায় না। পৃথিবীর কোথাও জটিলতার জন্য ফৌজদারী মামলা হয়না। গ্রেপ্তার হওয়া চিকিৎসকদের জামিন ও মামলা প্রত্যাহার করা হউক।
গাইনি কনসালটন্ট ডা. উম্মে রাকিবা জাহান মিতু বলেন অভিযোগ প্রমাণের আগেই ডা. মুনা ও ডা. শাহজাদীকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।
উল্লেখ্য রাজধানীর গ্রীণ রোডে অবস্থিত সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখি নামে এক প্রসূতি মৃত্যুঝুঁকিতে পড়েছেন বলে অভিযোগ করেন তার স্বামী ইয়াকুব আলী সুমন। তাঁর দাবি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা গেছে তাদের নবজাতক । এ ঘটনায় ধানমন্ডি থানায় অবহেলাজনিত কারণে মৃত্যুর একটি মামলা হয়। সেই মামলায় ডা. শাহজাদী ও ডা. মুনাা নামে দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ।