জাহাঙ্গীর হোসেন, শেরপুর :
শেরপুরর নকলায় ২৫০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করেছে নকলা থানাধীন চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
১৩ জুন মঙলবার রাতে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের সাইলামপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া ব্যাক্তিরা হলেন সাইলামপুর গ্রামের উমর আলীর ছেলে চাঁন মিয়া (৪৫) ও মজিবর রহমানের ছেলে শাহীন মিয়া (৩০)।
চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) তনু নন্দন রুরাম আজকের পত্রিকাকে জানান গোপন সংবাদের ভিত্তিতে সাইলামপুর কাঁচাবাজারে ভূমি অফিস সংলগ্ন সড়কে অভিযান পরিচালনা করে চাঁন ও শাহীনকে আটক করা হয়।
পরে চাঁনের কাছ থেকে ১৫০ গ্রাম ও শাহীনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় ৫ হাজার টাকা। আভিযানকালে অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান আটক হওয়া ব্যাক্তিদের নামে থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।