জে এম কামরানঃ-
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর অধীনে প্রধান কেন্দ্র দারুল হাদীস লাতিফিয়া লন্ডন এর এওয়ার্ড সিরিমনি দিনব্যাপী অনুষ্ঠান দুই পর্বে সোমবার মাদরাসা হলে সম্পন্ন হয়েছে।
প্রথম পর্বে আউয়াল থেকে রাবে পর্যন্ত এবং দ্বিতীয় পর্বে খামিছ ও ছাদিছ জামাতের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। সকালে পৃথক হলে মেয়েদের ও সূরা জামাতের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মূল পর্বে প্রধান কেন্দ্রের সম্মানিত নাজিম প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ছাহেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস হযরত আল্লামা আব্দুল জলিল। এবং আরও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকের সভাপতি হযরত মাওলানা নজরুল ইসলাম, লাতিফিয়া উলামা সোসাইটি ইউকে’র সভাপতি মুহাদ্দিস মাওলানা শেহাব উদ্দীন, লাতিফিয়া ক্বারি সোসাইটি ইউকের সেক্রেটারি মুফতি মাওলানা আশরাফুর রহমান, দারুল হাদীস লাতিফিয়ার গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, প্রধান কেন্দ্রের সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল আউয়াল হেলাল, প্রধান কেন্দ্রের সহকারী নাজিম হাফিজ মাওলানা আনহার আহমদ, আল ইসলাহ টাওয়ার হ্যামলেট্স শাখার সভাপতি মাওলানা মুজতাবা হাসান চৌধুরী নোমান, মাওলানা রাফি আহমদ, মাওলানা আব্দুল ওয়াছি আরিফ, মাওলানা মুসলেহ উদ্দীন, কারী নজরুল ইসলাম গজনবী প্রমুখ।
এ সময় সূরা থেকে নিয়ে ছাদিছ জামাত পর্যন্ত উত্তীর্ণ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরন করা হয়। এতে প্রধান কেন্দ্রের সকল শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
সর্বশেষ ক্লাস ছাদিছ জামাতে উত্তীর্ণ হয়ে কারী সনদ অর্জনকারী ছাত্রদেরকে পাগড়ি ও মেয়েদেরকে স্কার্ফ ও অন্যান্য উপহার সমূহ প্রদান করা হয়। এ বছর প্রধান কেন্দ্র দারুল হাদীস লাতিফিয়া থেকে ৪৬ জন ছাত্রছাত্রী ‘কারী সনদ’ অর্জনে সক্ষম হন। এ সময় উপস্থিত অভিভাবকদেরকে স্বীয় সন্তানের সাফল্যে খুবই উৎফুল্ল ও আবেগাপ্লুত হতে দেখা যায়।
উল্লেখ্য, দারুল কিরাত এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট বুযুর্গ শামসুল উলামা হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) ১৯৭৮ সালে বৃটেন সফরে দারুল কিরাত কোর্স চালু করেন। এরপর থেকে প্রতিবছর গীষ্মকালীন ছুটিকে কাজে লাগিয়ে এই বিশেষ কিরাত ও তাজবীদ শিক্ষা কোর্স অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর সমগ্র ব্রিটেন জুড়ে ৫২টি শাখার মাধ্যমে লাতিফিয়া ক্বারি সোসাইটি ইউকে কুরআনে পাকের এই খিদমত আনজাম দিয়ে চলেছে ।।