মোঃ রেজাউল আজিম বাঁশখালী
চট্টগ্রামের বাঁশখালী উত্তর জলদীর ৫ নং ওয়াডের ধূইল্যাঝিরী এলাকায় অবস্থিত রশিদিয়া কাছেমুল উলুম মাদ্রাসার হিফয সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল ২০ শে জুন মঙ্গলবার বিকেল ৩ টার সময় রশিদিয়া কাছেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানার হিফজ সবক প্রদান অনুষ্ঠান এবং বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ১টি অজুখানা, ২টি বাথরুমসহ গোসলখানা, ২০০ ফুটের একটি নলকুপসহ মোট ২লক্ষ টাকার বাজেটের একটি প্রকল্পের কাজ শেষে উদ্বোধন সম্পন্ন করেছেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মনবিক শওকত হোসেন।
এতে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালক মাওলানা আবুবকর আশরাফী, সাংবাদিক মোহাঃ রেজাউল আজিম, শিল্পী মাহমুদুল হাসান সায়েম, মাওলানা শিব্বির আহমদ, হাফেজ মামুনুল হক, হাফেজ শহিদুল ইসলাম, মাওলানা মামুনুর রশীদ, হাফেজ শহিদুল্লাহ প্রমুখসহ বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের টিম।
অবশেষে মাদ্রাসা পরিচালক মাওলানা আবু বকর আশরাফীর মোনাজাতের মাধ্যমে শুভ উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়।