নিপুন জাকারিয়া :—
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম জামালপুর জেলা শাখার উদ্যাোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর স্টেশন বাজার বিএনপি’র দলীয় কার্যালয় গতকাল বিকেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে শিক্ষাক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান বিষয়ক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম এর প্রধান পৃষ্ঠপোষক সমন্বয়কারী জননেতা এড: শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ আবু সাঈদ পলাশ।
সংগঠনটির জামালপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ হাবিবুল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মো: ফরিদুর রহমান সঞ্চালনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো: বুলবুল আহমেদ,সাংগঠনিক সম্পাদক মো: হান্নান সরকার,প্রচার সম্পাদক আমানউল্লাহ্, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম রাকিব আরো অনেকে ।
এছাড়াও বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেষে জামালপুর জেলা শাখার ৫৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি হস্তান্তর করা হয়।