আজ ২০ জুলাই বৃহস্প্রতিবার দুপুর ৩ টা হতে সাড়ে ৫ টা পর্যন্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগারি রামদাশ হাট ফার্মেসীতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এই সময় প্রতারণামূলক ভাবে পেনড্রাইভ ব্যবহার করে কম্পিউটারে মাধ্যমে সর্বরোগের ডায়াগনোসিস ও চিকিৎসা করার অপরাধে সাতকানিয়া উপজেলার নাসিরুদ্দিন এর ছেলে গ্রাম্য ডাক্তার মোঃইউনুস(৪৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া পঁচা-বাসী খাবার তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাঘর পরিচালনা করায় একই এলাকায় অবস্থিত ইষ্টিকুটুম রেস্টুরেন্ট কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।