Dhaka ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১০:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • ৪৮০ Time View
আবুল হাসনাত রিন্টু, ফেনী:
হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে ১০ বছর পর ফেনীর ফুলগাজী উপজেলা থেকে মোঃ রাসেল (৩৩) কে গ্রেপ্তার করেছে র‍্যাব।তিনি খাগড়াছড়ির রামগড় থানার লালছড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে।
র‍্যাব সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে খাগড়াছড়ির রামগড়ের লালছড়ির নুরুল হকের সঙ্গে বিরোধ চলছিল একই এলাকার মিজানুর রহমানসহ কয়েকজনের। ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় নুরুল হককে লোহার রড ও রামদা দিয়ে কপাল, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মুমূর্ষু অবস্থায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই দিন রাতেই তিনি মারা যান। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে নুর নবী বাদী হয়ে মো. রাসেলসহ সাতজনের বিরুদ্ধে রামগড় থানায় একটি হত্যা মামলা করেন। ২০১৪ সালের ১০ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত ২৯ মে আসামিদের অনুপস্থিতিতে সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।
র‍্যাব-৭ ফেনী ক্যাম্প অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, বিভিন্ন স্থান পরিবর্তন করে ও ছদ্মনামে মো. রাসেল গত ১০ বছর ফেনীর ফুলগাজীর নতুন পাড়ায় বসবাস করতেন। র‍্যাব সদস্যরা নানা তথ্য–উপাত্ত ও নজরদারির মাধ্যমে রাসেলকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করেন। আজ সোমবার দুপুরে তাঁকে থানায় হস্তান্তর করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বাসদ ময়মনসিংহ মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফেনীতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Update Time : ১০:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
আবুল হাসনাত রিন্টু, ফেনী:
হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে ১০ বছর পর ফেনীর ফুলগাজী উপজেলা থেকে মোঃ রাসেল (৩৩) কে গ্রেপ্তার করেছে র‍্যাব।তিনি খাগড়াছড়ির রামগড় থানার লালছড়ি এলাকার মিজানুর রহমানের ছেলে।
র‍্যাব সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে খাগড়াছড়ির রামগড়ের লালছড়ির নুরুল হকের সঙ্গে বিরোধ চলছিল একই এলাকার মিজানুর রহমানসহ কয়েকজনের। ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় নুরুল হককে লোহার রড ও রামদা দিয়ে কপাল, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মুমূর্ষু অবস্থায় ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই দিন রাতেই তিনি মারা যান। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে নুর নবী বাদী হয়ে মো. রাসেলসহ সাতজনের বিরুদ্ধে রামগড় থানায় একটি হত্যা মামলা করেন। ২০১৪ সালের ১০ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত ২৯ মে আসামিদের অনুপস্থিতিতে সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত।
র‍্যাব-৭ ফেনী ক্যাম্প অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, বিভিন্ন স্থান পরিবর্তন করে ও ছদ্মনামে মো. রাসেল গত ১০ বছর ফেনীর ফুলগাজীর নতুন পাড়ায় বসবাস করতেন। র‍্যাব সদস্যরা নানা তথ্য–উপাত্ত ও নজরদারির মাধ্যমে রাসেলকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করেন। আজ সোমবার দুপুরে তাঁকে থানায় হস্তান্তর করা হয়।