আবুল হাসনাত রিন্টু, ফেনী:
ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিঙের সঙ্গে ট্রাকের ধাক্কায় এর চালক নিহত হয়েছেন এবং চালকের সহকারী আহত হয়েছেন।
নিহত ট্রাকচালক অলি উদ্দিন (৩২) বগুড়া জেলার সদর উপজেলার নিসিন্দারা গ্রামের জিন্নত আলীর ছেলে। গুরুতর আহত চালকের সহকারীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সোমবার (১২ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. মোস্তফা কামাল জানান।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে রড বোঝাই করে ট্রাকটি বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ফেনী সদর উপজেলা মধুপুর এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিঙের সঙ্গে ধাক্কা খায়। এতে যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালক ও তার সহকারী এর সামনের অংশে আটকা পড়েন। খবর পেয়ে ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের নিয়ে যায়। সেখানে চিকিৎসক ট্রাকচালক অলি উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত সহকারীকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. মোস্তফা কামাল জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়কের ওই স্থান থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।