Dhaka ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘ ৪১ বছর ৪ মাস দায়িত্ব পালনের পর অবসর নিলেন বাংলাদেশ বন বিভাগের কর্মকর্তা শাহাদাত হোছাইন চৌধুরী 

  • Reporter Name
  • Update Time : ০৬:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • ২৬২ Time View
মোঃ রেজাউল আজিম (বাঁশখালী-প্রতিনিধি)
বাংলাদেশ বন বিভাগে দীর্ঘসময় সুনামের সাথে দায়িত্ব পালনের পরে অবসর নিয়েছেন ফরেস্টার জনাব শাহাদাত হোছাইন চৌধুরী। তিনি বাংলাদেশ ফরেস্ট গার্ড কল্যাণ সমিতির  উদ্যোগতা, অন্যতম প্রতিষ্ঠাতা  সর্বপ্রথম  এডক প্রধান। এবং বাংলাদেশ ফরেস্টার কল্যাণ সমিতির প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ছিলেন। ইহা ছাড়া ও তিনি কখনো  সিনিয়র সহসভাপতি, কখনো এডক প্রধান,কখনো নির্বাচন কমিশনারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।সর্বশেষ  তিনি বাংলাদেশ এফজি কল্যাণ সমিতি  চট্রগ্রাম আঞ্চলিক শাখার এডক প্রধান ও বান্দারবন আঞ্চলিক শাখার   নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ।
ব্যাক্তিজীবনে তিনি  একজন  প্রতিবাদী,দক্ষ সংগঠক ও সৎ বন কর্মকর্তা  ছিলেন।
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ী ইউনিয়নের আন্নর আলী চৌধুরী ( বড় মিয়া) বাড়ির  মরহুম  সুজায়েত আলী চৌধুরী  চতুর্থ পুত্র শাহাদাত হোছাইন চৌধুরী (প্রকাশ টিপু চৌধুরী)। তিনি ১১ফেব্রুয়ারি ১৯৮২ সালে তৎকালীন  অবিভক্ত  চট্টগ্রাম বন বিভাগের  বারবাকিয়া রেঞ্জের বারবাকিয়া বিটে চাকুরীতে প্রথম যোগদান  করেন।
 ১১ জুন ২০২৩ সালে বান্দরবান বন বিভাগ  থেকে  অবসরোত্তর ছুটি (PRL) এ  গমন  করেন। তিনি দীর্ঘ ৪১ বছর  ৪ মাস  বন বিভাগে সুনামে সহিত কর্মরত ছিলেন। দক্ষ ও সাহসিকতার সাথে তিনি তাঁর চাকরি জীবন অতিবাহিত করেছেন, কর্ম জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ রেঞ্জের সহযোগী রেঞ্জ অফিসার ও রেঞ্জ অফিসার এর দায়িত্ব অত্যান্ত সুনামের সহিত পালন করছেন। তিনি দেশবাসীর কাছে অবসর জীবন সুখী ও সুস্হ শরীরে জীবন যাপনের জন্যে দোয়া  চেয়েছেন
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বাসদ ময়মনসিংহ মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দীর্ঘ ৪১ বছর ৪ মাস দায়িত্ব পালনের পর অবসর নিলেন বাংলাদেশ বন বিভাগের কর্মকর্তা শাহাদাত হোছাইন চৌধুরী 

Update Time : ০৬:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
মোঃ রেজাউল আজিম (বাঁশখালী-প্রতিনিধি)
বাংলাদেশ বন বিভাগে দীর্ঘসময় সুনামের সাথে দায়িত্ব পালনের পরে অবসর নিয়েছেন ফরেস্টার জনাব শাহাদাত হোছাইন চৌধুরী। তিনি বাংলাদেশ ফরেস্ট গার্ড কল্যাণ সমিতির  উদ্যোগতা, অন্যতম প্রতিষ্ঠাতা  সর্বপ্রথম  এডক প্রধান। এবং বাংলাদেশ ফরেস্টার কল্যাণ সমিতির প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ছিলেন। ইহা ছাড়া ও তিনি কখনো  সিনিয়র সহসভাপতি, কখনো এডক প্রধান,কখনো নির্বাচন কমিশনারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।সর্বশেষ  তিনি বাংলাদেশ এফজি কল্যাণ সমিতি  চট্রগ্রাম আঞ্চলিক শাখার এডক প্রধান ও বান্দারবন আঞ্চলিক শাখার   নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ।
ব্যাক্তিজীবনে তিনি  একজন  প্রতিবাদী,দক্ষ সংগঠক ও সৎ বন কর্মকর্তা  ছিলেন।
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ী ইউনিয়নের আন্নর আলী চৌধুরী ( বড় মিয়া) বাড়ির  মরহুম  সুজায়েত আলী চৌধুরী  চতুর্থ পুত্র শাহাদাত হোছাইন চৌধুরী (প্রকাশ টিপু চৌধুরী)। তিনি ১১ফেব্রুয়ারি ১৯৮২ সালে তৎকালীন  অবিভক্ত  চট্টগ্রাম বন বিভাগের  বারবাকিয়া রেঞ্জের বারবাকিয়া বিটে চাকুরীতে প্রথম যোগদান  করেন।
 ১১ জুন ২০২৩ সালে বান্দরবান বন বিভাগ  থেকে  অবসরোত্তর ছুটি (PRL) এ  গমন  করেন। তিনি দীর্ঘ ৪১ বছর  ৪ মাস  বন বিভাগে সুনামে সহিত কর্মরত ছিলেন। দক্ষ ও সাহসিকতার সাথে তিনি তাঁর চাকরি জীবন অতিবাহিত করেছেন, কর্ম জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ রেঞ্জের সহযোগী রেঞ্জ অফিসার ও রেঞ্জ অফিসার এর দায়িত্ব অত্যান্ত সুনামের সহিত পালন করছেন। তিনি দেশবাসীর কাছে অবসর জীবন সুখী ও সুস্হ শরীরে জীবন যাপনের জন্যে দোয়া  চেয়েছেন