আল আমিন আব্দুল্লাহ (বিপু)
স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় দেশেট অন্যতম শীর্ষ স্হানীয় বেসরকারি ব্যাংক আইএফআইসি যাদুরানী বাজার উপশাখায় মধুমাস উৎসবের আয়োজন করা হয়েছে।
২১ জুন বুধবার সকাল ১০ টা হতে আইএফআইসি ব্যাংকের যাদুরানী বাজার উপশাখায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অএ এলাকায় বিভিন্ন পেশাজীবি মানুষ আইএফআইসি ব্যাংকের এই ব্যতিক্রমী আয়োজনে ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেছে।
মধুমাস উৎসবের আয়োজনে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ এসএমই/কৃষি শাখার সম্মানিত শাখা ব্যবস্থাপক জনাব মো: তারিকুল ইসলাম অএ উপশাখার ইনচার্জ নাসিফ সাদিক সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
নাসিফ সাদিক বলেন,আইএফআইসি ব্যাংক প্রতিবারের ন্যায় মধুমাস উৎসবের ন্যায় বিভিন্ন উৎসব পালন করে আসছে।
তিনি আরোও বলেন,
সবচেয়ে বেশি শাখা-উপশাখায়
দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি
১২৭০+ শাখা-উপশাখা নিয়ে ছড়িয়ে আছে সারা দেশে।
প্রতিটি শাখা-উপশাখাতেই আছে ওয়ান স্টপ সার্ভিস ও কম সময়ে এক কাউন্টারেই সব সেবা
নিজস্ব দক্ষ কর্মীবাহিনীর মাধ্যমে সেবা দেয়া এবং
সরাসরি ব্যাংক বলে একাউন্ট খোলা, ঋণের আবেদন করা,টাকা পাঠানো, রেমিট্যান্স সেবা যায় সব শাখা-উপশাখা থেকেই।
তৃণমুল পর্যায়ে মানুষদেরকে ব্যাংকিং সেবার আওতায় আনতে কাজ করে যাচ্ছে আইএফআইসি ব্যাংক।