তহমিদার রহমান মিলন
জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় প্রেসক্লাব কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। উক্ত আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন জাহিদ ইমরুল মোজাক্কিন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জলঢাকা,বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,ওসি সাজ্জাদ হোসেন,জলঢাকা থানা,আরো উপস্হিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক তহমিদার রহমান মিলন,প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক,হাফিজুল ইসলাম, গোলাম মর্তুজা,আবেদ আলী,স্টারলীন,মনিরুজ্জামান লেবু,সানোয়ার হোসেন বাদশা,মাইদুল ইসলাম,হাছান আলী,শরিফুল ইসলাম প্রিন্স,এরশাদ,আলম,মোনাব্বেরুল হক মনা প্রমূখ,জহুরা বেগম কম্বল পাওয়ার পর বলেন বাবা মুই বহুদিন পর আজ নিয়া একটা কম্বল পানুং মুই আজ শান্তিতে নিন যাইম বাবা মোক আর জার লাগবে না। মুই আইজ কম্বল পেয়া খুশি।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন শাহজাহান কবীর লেলিন,সাধারণ সম্পাদক প্রেসক্লাব জলঢাকা।