মোঃ মাসুদ রানা.সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালীতে অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী স্বামী-স্ত্রী-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ জেলার আদমজী উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের আব্দুর রহিম ফকিরের ছেলে আব্দুল করিম, তার স্ত্রী সুফিয়া খাতুন ও ছেলে শফিকুল ইসলাম।
এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, ২০২২ সালের টাকা আআত্মসাৎতের একটি মামলায় আসামী আব্দুল করিম, তার স্ত্রী সুফিয়া খাতুন ও ছেলে শফিকুল ইসলামকে প্রত্যেককে পাঁচ বছর করে কারাদন্ড দেয় সিরাজগঞ্জের একটি আদালত। একই সঙ্গে আসামীদের ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। মামলা দায়েরের পর থেকে দন্ডপ্রাপ্তরা চৌহালী থেকে অন্যত্র পলাতক ছিলেন। পরে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে। গতকাল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ জেলার আদমজী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।