নুর মোহাম্মদ রোকন (বিশেষ) প্রতিনিধিঃ
চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ১২ জুলাই রাতে চিলমারী থানাধীন রমনা ঘাট এলাকা থেকে নাগেশ্বরী থানার মোমিন পাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি আশরাফুল আলম প্রধান (২৮), বিদ্যুৎ পাড়ার আবু হানিফ (২৪) ও ফুলবাড়ী থানার অনন্ত পুরের মোহাম্মদ ময়েন মিয়া(৩৬) দের ০৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।