ফয়সাল আজম অপু, স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জে নবজাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থা’র আয়োজনে, আন্ধেরী হিল্ল্ফি বন জার্মানী (ANDHERI HILEF Bonn. Germany) এর অর্থায়নে ও দিনাজপুরের গাওসুল আজম বিএনএসবি আই হসপিটালের উদ্যোগে দিনব্যাপী এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ওই হাসপাতালের পক্ষ থেকে চক্ষু শিবিরে দুইশত ৫০ জন দুঃস্থ চক্ষু রোগীকে চিকিৎসা এবং ওষুধ দেওয়া হয়।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার কালিনগর দাখিল মাদ্রাসায় এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক ও নবজাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থা’র সভাপতি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও মাওঃ আবুল বাসারের সঞ্চালনায় চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম, সভাপতি কালিনগর দাখিল মাদ্রাসা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চাঁপাইনবাবগঞ্জ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিনগর দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুল করিম, চাঁপাইনবাবগঞ্জ সমাজসেবা কার্যালয়ের রেজিষ্ট্রেশন অফিসার মোঃ ফিরোজ কবির, উক্ত মাদ্রাসার সদস্য মাহবুবুর রহমান, কালিনগর হাফেজিয়া মাদ্রাসার সভাপতি মোঃ গোলাম কবির প্রমূখ।
দিনাজপুরের গাওসুল আজম বিএনএসবি আই হসপিটালের ডা. শিবিরে আসা রোগীদের চিকিৎসা এবং ওষুধ প্রদান করেন।