আজিজুল ইসলাম খুলনা
খুলনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
খুলনা র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি খুলনার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজা ও অর্থদণ্ড প্রাপ্ত অপহরণকারী নবী মোল্লাকে (২৮) গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৬ জুন) আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে কেএমপি খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী ছিল। গত ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি সকালে ভুক্তভোগী স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। পরবর্তীতে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি ভিকটিমের বাবার মোবাইল ফোনে কল করে এক ব্যক্তি জানায় ভুক্তভোগী তাদের কাছে আছে এবং তাকে ছাড়িয়ে নিতে ১০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে।
এ বিষয়ে কাউকে জানালে বড় ধরণের ক্ষতি হবে বলেও হুমকি দেয়। ভিকটিমের পরিবার বিষয়টি র্যাবকে জানানোর পরে র্যাব অভিযান পরিচালনা করে অপহরণকারী নবী মোল্লা ও কবির মোল্লাদেরকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে ভুক্তভোগীকে উদ্ধার করে। এ বিষয়ে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কেএমপি খুলনার লবনচরা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় বিজ্ঞ আদালত আসামি নবী মোল্লাকে যাবজ্জীবন সাজাসহ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আসামি নবী মোল্লা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করে।