মোঃ রবিউল ইসলাম,কিশোরগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি:-
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায় করমূলী বাজারে “হৃদয়ে কিশোরগঞ্জ সদর” সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ২৩ শে আগস্ট(বুধবার) সন্ধ্যা ৭:০০ ঘটিকায় “হৃদয়ে কিশোরগঞ্জ সদর” সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক সদস্য মো:রবিউল ইসলাম এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ৮ নং মারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মো:গোলাপ মিয়া।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ হাফিজ উদ্দিন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা যুবলীগ নেতা এম এ নুরুল হক সরকার,হৃদয়ে কিশোরগঞ্জ সদর সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক পুলক কিশোর গুপ্ত,প্রতিষ্ঠাতা ও যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো:কোরবান আলী।
এ সময় উপস্থিত ছিলেন ৭ নং বিন্নাটি ইউপি সদস্য মো:কামরুল ইসলাম,ছাত্রলীগ নেতা নয়ন,জাকির,সজীব,অসীম,সানি সহ অত্র সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।