আজ ৩ জুন শনিবার রাত ১টার সময় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ মাগরিবের নামাজের পরে জামিয়া দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার প্রাঙ্গনে জানাযা শেষে মাদ্রাসার মাক্ববরায় তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
গত ১ জুন বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হওয়ায় হাটহাজারী মাদরাসা থেকে অ্যাম্বুলেন্সে যুগে চট্টগ্রামে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানে তাঁহার শরীরের অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে ঢাকায় নেয়া হয়। এরপর, ঢাকা ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে, গত ১৬ মে আল্লামা ইয়াহইয়া উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে যান। সেখান থেকে চিকিৎসা নিয়ে সম্প্রতি তিনি দেশে ফেরেন।
প্রসঙ্গত, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন আল্লামা ইয়াহইয়া। এর আগে দীর্ঘদিন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির শাহ আহমদ শফী হাটহাজারী বড় মাদরাসার মহাপরিচালক ছিলেন। ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর তার মৃত্যু হলে পরে মাদরাসার প্রধান মুফতি আবদুস সালাম চাটগামীকে প্রধান করে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। ২০২১ সালের ৮ সেপ্টেম্বর মুফতি আবদুস সালাম চাটগামীকে মহাপরিচালক ও আল্লামা ইয়াহইয়াকে সহকারী পরিচালক ঘোষণার পরপরই মুফতি আবদুস সালাম অসুস্থ হয়ে মৃত্যুবরণ করায় মুফতি আবদুস সালাম চাটগামীর জানাজার পরপরই আল্লামা ইয়াহিয়াকে মহাপরিচালক হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত মাদরাসার মহাপরিচালকের দায়িত্বে ছিলেন তিনি।